Safari BDSafari BD
Forgot password?

সাফারির সাথে সাভার ভ্রমন

 

এই ভ্রমনে আমরা দেখবো ১৯শতকে নির্মিত বিখ্যাত বালিয়াটি জমিদার বাড়ি, নাহার গার্ডেন ও স্মৃতিসৌধ।

 

সম্ভাব্য ভ্রমন বর্ণনাঃ ঢাকা থেকে বালিয়াটির উদ্দেশ্যে সকাল ৭টায় যাত্রা শুরু। গন্তব্যে পৌছানোর সম্ভাব্য সময় সকাল ৯টা। সকারের নাস্তা যাত্রা পথেই। বালিয়াটি জমিদার বাড়িতে আমরা ২ ঘন্টা ৩০ মিনিট – ৩ ঘন্টা অবস্থান করবো। তারপর নাহার গার্ডেনের উদ্দেশ্যে বেড়িয়ে যাবো। দুপুরে খাবার খেয়ে ঘুরে দেখবো নাহার গার্ডেনের ছোট বড় ৭টি স্পট এবং ছোট চিড়িয়াখানা। তারপর ৩.৩০-৪টার দিকে স্মৃতি সৌধের উদ্দেশ্যে বেড়িয়ে পড়ব। স্মৃতিসৌধ ৬টায় বন্ধ হয়ে যায়। তাই আমরা যত দ্রুত সম্ভব স্মৃতিসৌধের পৌঁছে যাবো এবং ঘুরে দেখবো ৭১’এর মহান মুক্তিযোদ্ধে শহীদদের সম্মানে নির্মিত জাতীয় স্মৃতিসৌধ।

 

প্যাকেজ মূল্যঃ

১৩৯৯/- (সর্বনিম্ন ১০ জন)

১৮৯৯/- (সর্বনম্ন ৫ জনের মধ্যে)

 

প্যকেজে যা যা থাকছেঃ

১. সকল পরিবহন খরচ (এসি)

২. সকালের নাস্তা

৩. দুপুরের খাবার

৪. বিকারের হালকা নাস্তা

৫. সকল প্রবেশ ফি

৬. গাইড খরচ